শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীন নিরীক্ষা কমিশনেরেট
শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট, ঢাকা দপ্তরটি পূর্বে (২০০০ সাল পর্যন্ত) জাতীয় রাজস্ব বোর্ডের অধীন শুল্ক মূল্যায়ন নিয়ন্ত্রকের কার্যালয়, চট্টগ্রাম নামে অবহিত ছিল। পরবর্তীতে ২০০১ সালে এ দপ্তরটি শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট, ঢাকা নামে পরিবর্তীত হয়। যার সদর দপ্তর ঢাকায় অবস্থিত। চট্টগ্রামে একটি আঞ্চলিক কার্যালয় আছে। এ দপ্তরটি মূলতঃ আমদানিকৃত ও রপ্তানিকৃত চালানসমূহের খালাসোত্তর নিরীক্ষা কার্যক্রমের মাধ্যমে রাজস্ব ফাঁকি উদ্ঘাটন করে সরকারের প্রচুর পরিমাণে রাজস্ব আদায় করে থাকে। এ জন্য এ দপ্তরকে রাজস্ব সুরক্ষার ভ্যান গার্ডও বলা যায়। জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল কাস্টম হাউস, সকল কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং কাস্টমস বন্ড কমিশনারেট সমূহের আওতাধীন এলাকাই এ দপ্তরের "